Khoborerchokh logo

গাজীপুর জেলা প্রেসক্লাবের ২০২০-২০২১ইং মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন,সভাপতি মুকুল,সা:সম্পাদক,শাহীন 216 0

Khoborerchokh logo

ছবি, ডানে আমজাদ হোসেন মুকুল,সভাপতি, শাহীন আহম্মদ, সা:সম্পাদক


আলমগীর কবীর
গাজীপুর জেলা প্রেসক্লাবের ২০২০-২০২১ইং সনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।২০১৯-২০২০ইংসনের কমিটির মেয়াদ শেষ হয় এপ্রিল২০২০ইংএ।বৈশ্বিক মহামারী কোভিড(-১৯)করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকারের নিয়মনীতি মেনে গত ১৪/০৫/২০২০ইংতারিখে কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্টতার ভিত্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয় ।
এতে ঢাকা টিভি ও দৈনিক একুশে সংবাদ এর গাজীপুর জেলা প্রতিনিধি  মো. আমজাদ হোসেন মুকুল সভাপতি হিসেবে  নির্বাচিত হন এবং দৈনিক তৃতীয় মাত্রার গাজীপুর জেলা প্রতিনিধি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ও দৈনিক আজকালের খবর এর গাজীপুর জেলা  প্রতিনিধি মো.মাজহারুল ইসলাম কাঞ্চন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত  হয়েছেন। গত বৃহস্পতিবার গাজীপুর শহরের জয়দেবপুর বাজারের এইচ-১৮৮ ভবনের তৃতীয় তলায় গাজীপুর জেলা প্রেসক্লাবের কার্যালয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে সাধারণ সভার সদস্যদের পূর্ণ সমর্থন ও গোপন ভোটের মাধ্যমে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি  সি এন এন বাংলা টিভি‘র  মো. আক্তার হোসেন দিপু,  সহ- সভাপতি  সচিত্র ঘটনা পত্রিকার মো. জাহিদুর রহমান বকুল, সহ-সভাপতি দৈনিক প্রথম কথা গাজীপুর জেলা প্রতিনিধি মো. আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক ঘটনার আড়ালে‘র বার্তা সম্পাদক মো. আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সি এন এন বাংলা টিভি‘র গাজীপুর জেলা প্রতিনিধি মোছা খান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক গণমানুষের আওয়াজ কফিল মাহমুদ,সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় টিভি আব্দুল হামিদ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকা ডায়ালগ এর গাজীপুর জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ কণ্ঠ‘র  গাজীপুর জেলা প্রতিনিধি মো. আব্দুর রহমান, তথ্য বিষয়ক সম্পাদক চ্যানেল সিক্স‘র পরিচালক ও দৈনিক বর্তমান এর বাংলাদেশ প্রতিনিধি তুহিন সারোয়ার, দপ্তর সম্পাদক দৈনিক বাংলা ভূমি‘র মো. মনির হোসেন মানিক, সহ-দপ্তর সম্পাদক দৈনিক ভোরের ধ্বনি‘র গাজীপুর জেলা প্রতিনিধি আহাম্মদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক সমকাল এর আহামদ আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক এশিয়ান টিভি‘র আরিফ মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার এর গাজীপুর জেলা প্রতিনিধি হাসান আলী, সহ-প্রচার সম্পাদক জয়যাত্রা টেলিভিশন এর মিনহাজ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক দৈনিক একুশে সংবাদ এর আশরাফুল আলম মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ এর আব্দুল্লাহ আল মামুন, সমন্বয় বিষয়ক সম্পাদক দৈনিক বাংলা ভূমি‘র  মো. আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক দৈনিক দিন প্রতিদিন এর হাফসা আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নতুন ভোর এর মো. মাহবুবুর রহমান,  নির্বাহী সদস্য দৈনিক অগ্নি শিখার শাহজাহান মন্ডল, নির্বাহী সদস্য একুশের বাণী জিয়া উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য আলোকিত নিউজ ডট কম এর সম্পাদক ও প্রকাশক রুবেল সরকার, নির্বাহী সদস্য দৈনিক একাত্তর বাংলাদেশ এর মুর্তুজা জুলফিকার, নির্বাহী সদস্য দৈনিক কণ্ঠবাণী‘র  এমারত হোসেন বকুল, নির্বাহী সদস্য বিবিসি নিউজ ২৪ ডট কম এর সাগর আহমেদ,নির্বাহী সদস্য  দৈনিক মুক্তমত এর রণি আহমেদ ও নির্বাহী সদস্য সচিত্র ঘটনা এর মোস্তফা হোসেন আজাদ।  


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com